Print Date & Time : 11 May 2025 Sunday 3:07 am

মে দিবসে কুষ্টিয়ায় মডার্ণ প্লাইউডের শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মে দিবসে কুষ্টিয়ায় মডার্ণ প্লাইউডের শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি: মে দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড এর সকল শ্রমিকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে কারখানা চত্বরে শ্রমিকদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড এর চেয়ারম্যান আকরাম হোসেন বাবু।
প্রসঙ্গত, ক্রেতা সাধারণের চাহিদার কথা চিন্তা করে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড বাজারে নিয়ে এসেছে আধুনিক মানের বাহারি ডিজাইনের র্বোড সামগ্রী। এই মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং এর উৎপাদনকৃত বোর্ড এখন দেশসেরা উল্লেখ করে কতৃপক্ষ জানান, এখানকার উৎপাদিত বোর্ড এখন তৈরী হচ্ছে আরও উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে যা কিনা বিশ্বমানের বোর্ড। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্যের মানের দিক থেকে একেবারেই আপোষহীন। শীঘ্রই বহিঃর্বিশ্বেও রপ্তানি করা হবে বলে আশা ব্যাক্ত করেছেন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।
জামাল, ১মে,২০২২