টাঙ্গাইলেল মির্জাপুরে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার (২১ অক্টোবর) বেলা এগাটার দিকে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিত্তি ফলক উন্মোচন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসরাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, এমপি ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, স্থানীয় চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল কাদির এবং মির্জাপুর থানার নবাগত ওসি মো. রেজাউল করিম প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//