Print Date & Time : 2 July 2025 Wednesday 10:17 am

মোঃ রইচ-উজ-জামানেরএফসিপিএস ডিগ্রি লাভ

স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসা খাতে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেছেন ডাঃ মোঃ রইস-উজ-জামান।

সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে তিনি এ ডিগ্রি লাভ করেন। ডাঃ মোঃ রইস-উজ-জামান বর্তমানে স্যার ঢাকা মেডিকেলে এমডি নিউরোলজী কোর্সে অধ্যয়নরত। তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। নিজ উপজেলার সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ডাঃ মোঃ রইস-উজ-জামান ২০০২ সালে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। ২০০৪ সালে নটরডেম কলেজ হতে এইচএসসি পাশ করেন। এরপর লেখাপড়ার ধারাবাহিতকায় ২০১০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাশ করেন। ২০১৩ সালে বিসিএস এর মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন বর্তমানে ঢাকা মেডিকেল এমডি নিউরোলজী কোর্স অধ্যয়নরত।

২০২২ সালে বিএসএমএমইউ হতে ফিজিক্যাল মেডিসিন ডিগ্রি লাভ করেন।

ডাঃ মোঃ রইচ-উজ- জামান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়ভোগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক জৈষ্ঠ পুত্র ডাঃ মোঃ রইচ-উজ-জামান।

এছাড়াও ডাঃ মোঃ রইচ-উজ-জামান পেশাগত জীবনে খুব ব্যস্ততার পরও নিজ উপজেলা দৌলতপুরের মানবিকতার ছাঁপ রাখছেন। পেশাগত সহায়তা ছাড়াও মানবিক কাজে তার অংশগ্রহণ অগ্রভাগে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি ওৎপোতভাবে জড়িত। দৌলতপুরে যে কোন মানবিক কাজে এগিয়ে আসেন সবার আগে। প্রতি শুক্রবার দৌলতপুর উপকজেলার আল্লারদর্গায় চিকিৎসা সেবা দেন। যার কারণে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো হাতের কাছেই উন্নত চিকিৎসা পাচ্ছেন।

দৈনিক দেশতথ্য//এল//