Print Date & Time : 22 August 2025 Friday 10:40 am

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত

খুলনার ডুমুরিয়ায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় হিরন হোসেন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী মাহিমা সুলতানা (২২) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের ঋষি বাড়ির মোড় শাহাপুর -চুকনগর সড়কে (গ্রাম্য সড়ক) এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন হোসেন ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মিকশিমিল গ্রামের ঋষি বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খান মোটরসাইকেল আরোহী হিরন হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যবরত চিকিৎসক হিরনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের পিছনে বসে থাকা তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানায়, সড়ক দুর্ঘটনায় হিরন হোসেন নামে এক ব্যক্তি মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//