Print Date & Time : 12 May 2025 Monday 12:59 pm

মৌবনের উপহার সামগ্রী বিতরণ

কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস বলেছেন, একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তারা একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি। যাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রবীণরা শিশুর মতো হয়। শিশুরা যেমন ভালোবাসা চায়, মানুষ বয়সের ভারে তেমনই শিশুর মতো হয়ে যায়। তাই আমাদের বড় করা প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। 

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সোমবার কুষ্টিয়া শহরের মৌবন পরিচালিত নারী বাতায়ন এর উদ্যোগে প্রবীণদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নারী বাতায়ন এর সভাপতি সাফিনা আঞ্জুম জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার তমান্নাজ খন্দকার, ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুল ফেরদৌস, কুমারখালি উপজেলা মহিলা অফিসার ফেরদৌস নাজনীন সুমনা, ডে কয়ার অফিসার মিনা রানী সাহাসহ মৌবনের ম্যানেজার আশিকুজ্জামান রনি, মীর তনিমা উপস্থিত ছিলেন। 

কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস বলেছেন, একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তারা একটি সুন্দর রাষ্ট্রের খুঁটি। যাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে।’

নারী বাতায়ন এর সভাপতি সাফিনা আঞ্জুম জনী বলেন, আমাদের সবার হৃদয়ে রয়েছে প্রবীণ (আপনাদের) জন্য বিশেষ স্থান। আপনাদের জীবন অভিজ্ঞতায় ভরপুর। সমাজ-সভ্যতার জন্য আপনাদের অবদান রয়েছে। এই সামান্য উপহার কিছু না। আমরা আপনাদেরকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই।

প্রসঙ্গত, মৌবন পরিচালিত নারী বাতায়ন  সমাজের প্রবীণ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এছাড়াও এগারোজন প্রবীণকে প্রতিমাসে নগদ অর্থ সহায়তাসহ নানান ধরনের সহযোগিতা করা হয়ে থাকে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//