Print Date & Time : 10 May 2025 Saturday 5:00 pm

মৌমাছির আক্রমণে শতাধিক মুসল্লি আহত

পাটগ্রামে কবরস্থানে লাশ দাফনের সময় মৌমাছির আক্রমণে শতাধিক মুসল্লি আহত হয়েছে। এদের মধ্যে মৌমাছির হুল ফুটানোর বিষক্রিয়ায় ২৯ জনকে পাটগ্রাম উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মারাত্নক আক্রামণের শিকার কয়েক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে। আহত  রনি(৪২) নামের একজন রংপুরে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ক’ জন  রংপুর মেডিক্যাল কলেজ  উন্নত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। একটি সূত্র বলছে, অনেকে রংপুরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকাল সাড়ে পাঁচ টায় জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা গ্রামে।

প্রত্যক্ষদর্শী মানিক মিয়া(৪৫) জানান, মৃত ব্যক্তির জানাযা নামাজ শেষে জানায়া নামাজ স্থল হতে প্রায় আধা কিঃমিঃ দুরে পাটগ্রাম ইউনিয়নের সামাজিক কবর স্থানে তাঁকে দাফন করতে নিয়ে যাওয়া হয়। একে একে সকলে দাফনে অংশ নিয়ে দোয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় কবর স্থানের শিমুলগাছের ডালের মৌমাছির চাক হতে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ছুটে এসে আকর্ষিক মুসল্লিদের আক্রমন করে। কবর স্থানটি অত্যন্ত নির্জন ও ঝোপঝাড়ে ভর্তি ছিল। কোন দুষ্ট ছেলে হয়তো মৌমাছির চাকে ঢিল দিতে পারে। পাটগ্রাম উপজেলার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নিরব রায় এমবিবিএস জানান, মৌমাছির আক্রমণে আহত হয়ে ২৯ জন জরুরি বিভাগে সন্ধ্যায় চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে রনি নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাটগ্রামে একজন ভর্তি রয়েছে। অন্য সকলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সকলকে এ্যালার্জি ও ব্যথা নাশক ইনজেকশন সরকারি ভাবে দেয়া হয়েছে।

মৃত ব্যক্তি একজন সাবেক জনপ্রিয় ফুটবলার ও পুলিশ সদস্য ছিলেন তাঁকে লালমনিরহাট শহরে সকলে টিটু ওস্তাদ বলে এক নামে চিনত। তিনি লালমনিরহাট বেঙ্গল পুলিশে কর্মরত ছিলেন।  নিয়মিত পুলিশের ডিউটি শেষ করে রেলওয়ে খেলার মাঠে বিনা পারিশ্রমি কে শিশু, কিশোর ও যুবকদের ফুটবল খেলা প্রাকটিস করাতেন। খেলা পাগল এই মানুষটি অত্যন্ত বিনয়ী, সহজ, সরল জীবন যাপন করতেন। ৭০, ৮০, ৯০ দশকে জনপ্রিয় ফুটবলার ছিলেন। যুবক ও কিশোরদের মাঠে ফুটবল খেলাতে অনুপ্রাণিত করতে নিজের বেতনের টাকায় নতুন বুট, এ্যাংকেলেট, মুজা কিনে উপহার দিতেন। মাঝে মাঝে সাধ্যমত খাওয়াতেন। সাদা মনের মানুষ ছিলেন। বেশ কিছুদিন ধরে চাকুরির সুবাদে পাটগ্রামে বসবাস শুরু করেন। অবসর জীবনযাপন করছিলেন। তিনি এক ছেলে এক ও  অসুস্থ স্ত্রী রেখে শুক্রবার রাতে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেণ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//