Print Date & Time : 16 August 2025 Saturday 12:22 am

মৌলভীবাজারের গর্ব নীলিমা রানী নাথ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মেয়ে নীলিমা ফুল স্কলারশিপ অর্জনের অধিকারীনি পিএইচডি করতে যাচ্ছেন আমেরিকায়!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী নীলিমা রানী নাথ পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়েছেন। নীলিমা সেখানে “Experimental Condensed Matter Physics” এর উপর উচ্চতর গবেষণা করবেন।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালগ্রামস্থ অরুন মোহন নাথ (অরুন মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় কন্যা নীলিমা ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল থেকে পদার্থ বিজ্ঞানের উপর কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।
কুলাউড়া তথা মৌলভীবাজারবাসী তার কৃতিত্বে আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে আরোও ভালো এবং দেশের নাম উজ্জ্বল করুন এই আশা ব্যক্ত করেন।
আমরা তাহার কৃতিত্বে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।