মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে প্রবীণ ব্যক্তিদের সহায়তা কর্মসূচির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১মে) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স¦াস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: বর্নালী দাশ এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: সুরাইয়া আক্তার এর পরিচালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন।
আয়োজিত প্রবীণ স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহিলা অধিদপ্তরের কর্মমকর্তাসহ উপজেলা কৃষি কর্মকর্তা,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা,ডাক্তার, সাংবাদিক শিক্ষক,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অপৃর্ব কান্তি ধর সহ সদর উপজেলা বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ প্রত্যেক অঞ্চলগুলোতেও কিভাবে প্রবীণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও সহায়তা দেয়া যায় সে সকল বিষয়ে বিশদ আলোচনা ও কর্মসূচি নেয়া হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//