Print Date & Time : 21 July 2025 Monday 12:11 pm

মৌলভীবাজারে আসছেন জাহাঙ্গীর কবির নানক

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী শোকাহত আগষ্ট মাস স্মরণে মৌলভীবাজার জেলা পরিষদের আমন্ত্রনে আগামি শনিবার (২৬ আগষ্ট) মৌলভীবাজারে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

জেলা পরিষদ সূত্রের বরাতে জানাযায়, শনিবার (২৬ আগষ্ট) জেলা পরিষদের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছাত্র/ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠাানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্টানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

দৈনিক দেশতথ্য//এইচ/