তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কয়েছ রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কাদিপুরের মধ্য চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার (১২ই এপ্রিল) সকালে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Discussion about this post