Print Date & Time : 6 July 2025 Sunday 2:29 pm

মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ ,স্যানিটেশন ও হাইজন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর ক্যাম্পেইন এর অংশ হিসেবে পানি ব্যবহারে গ্রাহক সেবায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৩ মে) সকালে সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে আয়োজনে এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) সহযোগিতায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের (শেরপুর) ব্রাহ্মণগ্রামে সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) জেলা সম্বয়কারী পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলপুর ইউপি ১নং ওয়ার্ড সদস্য রাজন আহমদ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী স্বপন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।

বৈঠকে বক্তব্য রাখেন রুবি বেগম,আনায়ারা বেগম মতিন মিয়া মিন্নত আলী প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//