Print Date & Time : 4 July 2025 Friday 10:55 pm

মৌলভীবাজারে কম্বল ও মাস্ক বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল (৯ফেব্রুয়ারি) বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গনে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার  সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল ও মাস্ক তোলে দেওয়া হয়।

বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, হাসান আহমদ জাবেদ ও আতাউর রহমান, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আপ্পান আলী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত দাশ, মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুর রহমান, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান, গোলাম মোশারফ টিটু, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ। জেলার ৬৭টি ইউনিয়নে ৭ হাজার কম্বল ও দেড় লাখ মাস্ক বিতরন করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//