Print Date & Time : 28 July 2025 Monday 5:17 pm

মৌলভীবাজারে কুকুরের কামড়ে ১২ জন আহত

তিমির বনিক,মৌলভীবাজার:
মৌলভীবাজারে কুকুরের কামড়ে ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ জুলাই) রাতে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন সড়কে এ ঘটনাটি ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন, মোঃ আজিজ মিয়া (২৫), ময়নুল ইসলাম (৩১), কালা চাঁন (৩৩), মারজান মিয়া (২৩),আবুল হোসেন(৩৩),সোবহান মিয়া (৩০), বিশ্বজিৎ (৩৫), সাইফুল মিয়া (৩০), অরপা দাস (১৫), ইউনুছ মিয়া (৩৮), শেখ মাসুদ (৬০), রাজা মিয়া (৩০)।

আহতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক জানান, কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হবে। আমাদের কাছে যারা এসেছেন তাঁদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশতথ্য///এস//