Print Date & Time : 22 August 2025 Friday 1:11 am

মৌলভীবাজারে কৃষক দলের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় জিনিসে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে জাতীয়তাবাদী কৃষকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহরের চৌমমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। সমাবেশ শেষে আবারও বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। সমাবেশে মৌলভীবাজার জেলা কৃষক দলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক  আব্দুল করিম ঈমানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান,সদর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি কাবুল আহমদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, রাজনগর উপজেলা শাখার সভাপতি মনির হোসেন খালেদ, সাধারণ সম্পাদক আতিক আহমদ, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি শুয়েব আহমদ,সাংগঠনিক সম্পাদক সালামত খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন এই জালিম সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই এদেশের মানুষকে সীমাহীন দু:খ,কষ্ঠ ও দূর্ভোগ পোহাতে হবে। তাই এই দুর্নীতিবাজ সরকারকে হঠাতে মাঠে আন্দোলনের কোনো বিকল্প নেই।

দৈনিক দেশতথ্য//এল//