Print Date & Time : 12 May 2025 Monday 4:49 pm

মৌলভীবাজারে কোভিড প্রতিরোধে টাউন হলে সভা

মৌলভীবাজার জেলায় এডাবের সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত জেলা টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা: মো: বর্ণালী দাশ ।

জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম,এ হামিদ এর পরিচালনায় জেলা টাউনহল সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মো: আনোয়ার হোসেন,সদর মাধ্যমিক অপিসার আব্দুস সামাদ মিয়া,সদর উপজেলা স্বাস্থ্য প,প অফিসের মেডিকেল অফিসার ডা: মাহমুদা বেগম সাথী,এন,টিভি ষ্টাপ রিপোটার এস,এম,উমেদ আলী।

বক্তব্য রাখেন এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন,জেলা আইএফসি রোকসানা আক্তার,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো: শামছুল হক প্রভাষ চন্দ্র দেবনাথ,দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,দৈনিক মানবজমিনের ষ্টাপ রিপোর্টার মু.ইমাদ উদ্দি দীন, রেডিও পল্লিকন্ঠের প্রতিনিধি পলি দেবনাথ,আব্দা যুবসংঘের প্রতিনিধি সাজ্জাদুর রহমান,এসম,এম,শাহিন প্রমুখ প্রমূখ। জেলা টাউন হল সভায় এনজিও প্রতিনিধি, স্বেুচ্ছাসেবী  প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়ন স্বাস্ত্য ও পরিবার কল্যান পরিদর্শিকা সহ জেলার ৪০ জন সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রমূখ।

সভায় করোনা প্রতিরোধে ভ্যাকসিন,বুষ্টার টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//