নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও সাংঘঠানিক সম্পাদক মাওঃ রহমত আলীর যৌথ পরিচালনায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত জেলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, খেলাফত শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় আহবায়ক মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী ওযিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপূরী, জেলা সহ সভাপতি মাওঃ আবুল কালাম, মাওঃ মাসুক আহমদ, মাওঃ মুফতী হাবিবুর রহমান শামীম, মাও: আব্দুল হাই, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাও: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালী, সদর উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, রাজনগর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ মওসুফ আহমদ, সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ আব্দুল মতিন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সহ সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা বশীর আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা হবিবুর রহমান, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, শেরপুর শাখার সভাপতি মাওলানা গিলমান আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্ট এসে শেষ হয়। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post