Print Date & Time : 3 July 2025 Thursday 4:06 pm

মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল প্লাটফরমস পর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো: নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় গন শুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসপি) মহসীন, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানা, জেলা সমাজসেবা বিভাগের উপ পরচালক মো: হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: বর্নালী দাশ ।
গণশুনানির প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক মানিক দেবনাথ, বিআরটিএ সহকারি পরিচালক মো. ডালিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগে উপ পরিচালক ভারপ্রাপ্ত ডা: শারমিন সুলতানা,মৌলভীবাজার প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওনাল কো-অডিনেটর মো. আলমগীর মিয়া, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সদস্য,সাজ্জাদুর রহমান,মীর ইউসুফ আলী,এস,এ হামিদ এবং আবু সাঈদ,সাংবাদিক পিন্টু দেবনাথ,সঞ্জয় দে,মু.ইমাদ উদ্দীন, প্রমুখ ।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//