তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট গাড়ির চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।
গতকাল শনিবার(৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে।
নিহত ওই কিশোর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইদ মিয়া।
জানা যায়, শনিবার (৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি (চট্টমেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক্স বিক্রেতা সাঈদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে যায়। এসময় নোহাগাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি ফুটপাতে ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Discussion about this post