Print Date & Time : 2 July 2025 Wednesday 10:26 am

মৌলভীবাজারে চিকিৎসা সহায়তার চেক বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি ।। মৌলভীবাজারে চিকিৎসা সহায়তার চেক বিতরন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১১ আগষ্ট) শোকের মাস আগষ্ট উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চিকিৎসা সহায়তার চেক বিতরন করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছেন।গরীব,দুস্থ,অসহায় মানুষের সাহায্যার্থে বারংবার এগিয়ে এসেছেন।এরই ফলশ্রæতিতে দেশে বর্তমানে গরীব,দুস্থরা চিকিৎসা সেবা পাচ্ছে।

সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাশ, পৌরসভা মেয়র ফজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার পরেই উপকারভোগীদের মধ্যে চেক বিতরন করেন অতিথিরা।

অনুষ্ঠানে সদর উপজেলার ৩৭ জন,শহর সমাজসেবার ৭জন এবং অন্যান্য উপজেলার ৬৭জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

উল্লেখ্য জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর এককালীন অনুদানের চেক বিতরন করা হয়।

আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২