মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল (রবিবার) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ,আলোচনা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে দলের নেতৃবৃন্দের ছবি ও নানা স্লোগান সম্বলিত প্লে কার্ড ও ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক সহযোগিতায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান,স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজি মারুফ,জেলা যুবদল নেতা সেলিম মো: সালাউদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা এম এ নিশাত,যুবদল নেতা অ্যাডভোকেট নেপুর আলী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ,রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ,জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম ভূইয়া খোকন, মুহিতুর রহমান, সুলতান আহমেদ টিপু,সোহাগ আহমদ,তাজুদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন এই অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। মানুষ ছাত্রদলের কাছে আশা করে ৯০ এর মতো গণআন্দোলনের মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতাচুত্য করার।
সমাবেশে আলোচনা পর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post