মৌলভীবাজার প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যেগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লক্ষ টাকা মূল্যের জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। জরুরী চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ১০০ টি অক্সিজেন সিলিন্ডার, ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এছাড়া ওই অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন সিলিন্ডার ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করেন। পরে জরুরী চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। ছবি সংযুক্ত ১টি।