তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:’বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’- প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩।
এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেযর ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় সহ জেলা জজশীপ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এবং আইনজীবীগণ।
আইনজীবীদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জিপি অ্যাডভোকেট আব্দুল খালিক, বিশেষ পিপি নিখিল রঞ্জন দাশ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post