Print Date & Time : 21 July 2025 Monday 12:37 pm

মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে আদায় করতে বাঁধা দেওয়া ও গায়েবানা জানাজায় হামলা গ্রেপ্তার এবং জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা মৌলভীবাজার।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩ টায় দিকে জেলা শহরের শমসেরনগর রোডস্থ শ্যামলী রাস্তার সম্মুখ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবিরের মৌলভীবাজার সদর সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

 এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩,২০২৩//