Print Date & Time : 22 August 2025 Friday 9:31 pm

মৌলভীবাজারে জেঁকে বসেছে শীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় আবারও মাঘ মাসের শেষ সপ্তাহে জেঁকে বসেছে শীত। কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।  সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।হিমেল হাওয়ার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন শীতার্ত মানুষ। শীতের কারণে সবচেয়ে বেশি বস্তিবাসী, চা বাগান, বোরো চাষি, হাওর পাড়ের ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।শীতজনিত রোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, ৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ বইছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ ধরনের থাকতে পারে।

দৈনিক দেশতথ্য//এল//