Print Date & Time : 25 August 2025 Monday 5:03 am

মৌলভীবাজারে ‘ট্যুরিস্ট বাস’চালু

মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে প্রথমবারের ন্যায় ট্যুরিস্টদের সুবিধার্থে চালু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস।

আজ (১৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ট্যুরিস্ট বাস সার্ভিস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,পৌর মেয়র মো:ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তানিয়া সুলতানা, ডিডিএলজি মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান,সহ অন্যান্যরা।

সপ্তাহে দু’টি বাস সকাল ৯টায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে যাওয়া আসা করবে। প্রতি পর্যটকদের খাওয়া সহ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। ট্যুরিস্ট বাসে ভ্রমণকারীদের ট্যুরিস্ট স্পটে এন্ট্রি ফি নেয়া হবেনা।