Print Date & Time : 5 July 2025 Saturday 3:49 am

মৌলভীবাজারে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চ

মৌলভীবাজার প্রতিনিধি: শিল্প সংস্কৃতিকে বেগবান করতে মৌলভীবাজারের নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চ। ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শহরের কোর্ট রোডস্থ পৌরসভার সম্মুখে এই মঞ্চটি নির্মান করছে মৌলভীবাজার পৌরসভা। ১৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

স্বাধীনতার পরও এই স্থানটিতে একটি মিনি পার্ক, ছোট শহীদ মিনার ছিল। শিল্প সংস্কৃতিসহ রাজনৈতিক কর্মকাণ্ড মিনি পার্কে হতো। কিন্তু সময়ের বিবর্তনে উন্নয়নের নামে সব ভেঙে ফেলা হয়। এরপর এখানে শুধুমাত্র একটি তোরন নির্মাণ করে মেয়র চত্বর ঘোষণা করা হয়।

এরপর বর্তমান মেয়রের কাছে জেলার সংস্কৃতি কর্মীরা একটি উন্মুক্ত মঞ্চের দাবি রাখে। সেই দাবির প্রেক্ষিতে জেলার সাংস্কৃতিক নের্তৃবৃন্দের উপস্থিতিতে গতকাল (১৪ফেব্রুয়ারি) নির্মান কাজের উদ্বোধন করা হয়।

মেয়র ফজলুর রহমান  জানান, পৌরসভার সম্মুখের পুকুরের পাড়ে মেয়র চত্বরের সম্মুখে একটি অত্যাধুনিক গেইট নির্মান করা হবে। এরপর ৩০ ফুট দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রস্থের একটি উন্মুক্ত মঞ্চ হবে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেনাপ সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, রিদম শিল্পী গোষ্ঠীর সৈয়দ সলমান আলী, মেলোডির তমাল ফেরদৌস, চ্যানেল এস এর খালেদ চৌধুরী, মনু থিয়েটারের আ.স.ম সালেহ সোহেল, জীবনচক্র থিয়েটারের আনোয়ার হোসেন দুলাল, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, উদীচীর সভাপতি মকবুল হোসেন, সৈয়দ সুমেলসহ প্রায় ১৫টি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//