মৌলভীবাজার প্রতিনিধি: জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় নভেম্বর/২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩ নভেম্বর) রবিবার দুপুরে বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় সৃস্টি সমাজ কল্যাণ সংস্থার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post