Print Date & Time : 28 July 2025 Monday 2:40 am

মৌলভীবাজারে পলিসি ফোরামের নিয়মিত সভা অনুষ্ঠিত

জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত ফেব্রুয়ারি/২৩ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৮ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে হোটেল রেষ্ট ইন এর হল রুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে ষ্টেকহোল্ডার সভা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৮ ফেব্রুয়ারী ২০২৩