Print Date & Time : 5 July 2025 Saturday 8:31 am

মৌলভীবাজারে পি.ফর.ডি প্রকল্পের আলোচনা সভা

মৌলভীবাজার জেলা পলিসি ফোরামে আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারীদের অংশ গ্রহণ এবং পি,ফর,ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনাসভা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) দুপুরে সার্কিট হাউসের মুন হলে জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার।

সভায় নারী বৈষম্যদূরীকরণে এবং উন্নয়ন অগ্রযাত্রায় নারী পুরুষ সমতা রক্ষায় নানা যৌক্তিক ও বাস্তবিক বিষয় তোলে ধরা হয়। সমাজের অবহেলীত ও পিছিয়ে পড়া নারীদের সকল প্রতিকূলতা দূর করে মূলস্রোতে আনতে ও তাদের মধ্যে সচেতনতা ও আত্মজাগরণ বাড়াতে নানা বিষয়ে আলোচনা হয়। জেলা পলিসি ফোরাম এর সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায়  বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম,ডা: নাজনীন আক্তার, সমাজকর্মী নূরজাহান সূয়ারা,মৌলভীবাজার পি ফর ডির ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, পিফরডির সিলেট বিভাগীয় কো-অডিনেটর আলমীগর মিয়া প্রমুখ।

আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন ২০জন নারী। আলোচনা সভায় জেলার বিভিন্ন শ্রেণী ও পেশারর্ শাতিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। ছবি সংযুক্ত ১টি

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//