পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে নিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মোহন, ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং অনিবার্ণ পাল চৌধুরী ও পরিচালনায় জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং শৈশব চক্রবর্তী প্রমুখ।
(পূর্ব সৈয়ারপুরে) জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন পুরোহিতদের এই প্রশিক্ষণ দেয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post