মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো ট্যাকটিক্যাল বেল্ট। এরই ধারাবাহিকতায় সদস্যদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রেসক্লাবে চত্বরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের মধ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অপরাধ শাখার ইন্সপেক্টর আব্দুল হাই, ট্রাফিক বিভাগ টিআই এডমিন মাহফুজ আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ট্যাকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ এতে করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। ফলে বিপদগ্রস্ত মানুষের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে পুলিশ। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই। তিনি আরো জানান পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার সাতটি থানায় আধুনিক ইকুইপমেন্ট ও ট্যাকটিক্যাল সরবরাহ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post