Print Date & Time : 1 August 2025 Friday 1:52 pm

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি॥ করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম মৌলভীবাজারে শুরু হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়াম্যান মোঃ কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কর্মহীন ৫‘শ মানুষের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেয়া হয়। জেলা প্রশাসন জানায় ১ম পর্যায়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভার মেয়রগণ এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।