Print Date & Time : 11 May 2025 Sunday 4:02 am

মৌলভীবাজারে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ব্র্যাক এর আয়োজনে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে) সকালে সদর উপজেলায় শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে দিনব্যাপী ২৫টি শিক্ষ প্রতিষ্ঠানের প্রধানগন অংশ গ্রহন করেন। প্রশিক্ষণটি ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এ. কে এম খাইরুজ্জামান ও মোঃ মতিউর রহমান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। প্রশিক্ষনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর মোঃ শফিকুল ইসলাম।

সদর উপজেলার রোড সেফটি কমিটির সভাপতি ও সদর উপজেলার নিবার্হী অফিসার সাবরিনা রহমান রাধন এর সভপতিত্বে প্রশিক্ষন কর্মসুচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোতাহার বিল্লাহ।

প্রশিক্ষণে সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, রোড সেফটি আইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাচাতে পারে,যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২২//