Print Date & Time : 24 August 2025 Sunday 5:13 am

মৌলভীবাজারে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত মত বিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি॥ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্প্রতিবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এস,বি) সুদর্শন কুমার রায়।

বক্তব্য রাখেন মহিলা বিষযক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক শায়েদা আক্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান,জেলা জজ আদালতে পি পি এডভোকেট আজাদুর রহমান,সাংবাদিক হাসনাত কামাল, জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহিত ফারুক প্রমুখ ।