মৌলভীবাজার প্রতিনিধি ।।‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মৌলভীবাজারে মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য সাইকেল র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রেসক্লাব চত্তর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে সার্কিট হাউসের মুন হলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা পর্যটন সংস্থার সাধারণ সম্পাদক কাজী সামছুল হক প্রমুখ।
সভায় জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন স্পট নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হোটেল-রিসোর্ট মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৭ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post