মৌলভীবাজার জেলায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
গতকাল (১৪মে) রোববার দুপরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাক ড.উর্মি বিনতে সালাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার।
বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মোর্শেদা আকতার তান্নী,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক,নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রাতনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন দিবসের তাৎপর্যের উপর কাবিতা আবৃতি,সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত ৩টি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ মে ২০২৩

Discussion about this post