Print Date & Time : 10 May 2025 Saturday 3:34 pm

মৌলভীবাজারে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯মার্চ) বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে কুলাউড়া এবিসি স্পোটিং একাডেমী। ৫ উইকেটে এবিসি স্পোটিং একাডেমী ২১৩ রান করে। পরে সোনালী কিংস ঢাকা ২০ ইউকেট হারিয়ে ১৩৫ রান করে। খেলায় ৭৮ রানের ব্যবধানে বিজয়ী হয় কুলাউড়া এবিসি স্পোটিং একাডেমী।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন আয়োজক পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যন্যরা।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা,ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//