Print Date & Time : 11 May 2025 Sunday 7:55 am

মৌলভীবাজারে রিকশাচালকের লাশ উদ্ধার

তিমির বনিক মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাহাব উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার হাজীনগর চা বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়

সাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।
তিনি জানান, আজ শনিবার সকালে হাজীনগর চা বাগান এলাকায় সাহাব উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার থেকে সাহাব উদ্দিনকে যাত্রীবেশে ছিনতাইকারীরা হাজীনগর চা বাগানে এনে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//