মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০২২’। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণীয় করতে পৌর জনমিলন কেন্দ্রে এ উৎসব শুরু হবে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাবে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পৌর মেয়র ফজলুর রহমান।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ভিপি কবি আব্দুল মতিন, সদস্য সচিব কয়ছর আহমদ, সদস্য অজয় সেন, আনোয়ার হোসেন দুলাল,আসম সালেহ সুহেল, পান্না দত্ত, রনজিৎ দত্ত জনি প্রমুখ। আয়োজকরা জানান ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং বিশেষ অতিথি থাকবেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। উৎসবজুড়ে থাকবে মৌলভীবাজার, সিলেট ও ঢাকার ১১টি সাংস্কৃতিক ও ১১টি নাট্য সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা ও নাটকমঞ্চায়ন। উৎসবের প্রথম দিন শুক্রবার (৪ মার্চ) বিকেল পাঁচটায় রংয়েছে সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনেসাতটায় দৃষ্টিপাত নাট্য সংসদ নাটক মঞ্চায়ন করবে। দ্বিতীয় দিন (৫ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে সুর নিকতনের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের লিটল থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। তৃতীয় দিন (৬ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় রেপার্টরি থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। চতুর্থ দিন (৭ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে উচ্চারণের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় থাকবে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। পঞ্চম দিন (৮ মার্চ) মঙ্গলবার বিকেল পাঁচটায় রয়েছে নজরুল সংগীত শিল্পী পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় জীবনচক্র থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। ষষ্ঠ দিন (৯ মার্চ) বুধবার বিকেল পাঁচটায় রয়েছে শাহ মোস্তফা বাউল গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার নবনাট নাটক মঞ্চায়ন করবে। সপ্তম দিন (১০ মার্চ) বৃহষ্পতিবার বিকেল পাঁচটায় রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার বাতিঘর নাটক মঞ্চায়ন করবে। অষ্টম দিন (১১ মার্চ) শুক্রবার বিকেল পাঁচটায় রয়েছে দেশলাইয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। নবম দিন (১২ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে শৈলীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার থিয়েটার নাটকমঞ্চায়ন করবে। দশম দিন (১৩ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে সুরের ভেলার সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় মনু থিয়েটার নাটক মঞ্চায়ন করবে। একাদশতম দিন (১৪ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে চিরন্তী লোকগানের দলের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় টাউন থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post