Print Date & Time : 3 July 2025 Thursday 11:49 pm

মৌলভীবাজারে শেখ রাসেল দিবস পালিত

গতকাল মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলাবাসির পক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর,সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রদর্শন, সকাল ১১ টায় “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক আলোচনা, সকাল ১২ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা, সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন ও জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।