Print Date & Time : 12 May 2025 Monday 5:23 pm

মৌলভীবাজারে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য পুরস্কার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কে পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষে কাজ করার আহবান জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//