Print Date & Time : 24 April 2025 Thursday 1:04 am

মৌলভীবাজারে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দু’জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজুর রহমান (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
নিহত মুস্তাফিজ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে এবং শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষাসচিবের দায়িত্ব পালনে ছিলেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি আহমদ খাঁন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মুস্তাফিজুর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরে রান্না করার কাজ চলছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণিত হয়। মুহূর্তেই আগুন রান্নাঘরের চারিদিক ছড়িয়ে পড়ে। এ সময় মুস্তাফিজুর ও নঈম মিয়া দগ্ধ হন। ওই দিন রাতে স্থানীয়রা তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। মুস্তাফিজুর রহমানের ৫১ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। দগ্ধ নঈম মিয়া (৪৫) এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।

দৈনিক দেশতথ্য//এইচ/