মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী নেয়া হয়।
গতকাল সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান জেলা পলিসি ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি,আধা-সরকারি, স¦ায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান।
এরপর সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ওই সময় শতাধিক ছাত্র-ছাত্রী জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনীতে অংশ নেন। সব শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান প্রমূখ।
সকাল ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পৌর জনমিলন কেন্দ্রে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//