Print Date & Time : 22 August 2025 Friday 4:40 pm

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পিকআপভ্যান চাপায় আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।
আহাদের বড় ভাই ফাহিম আহমদ জানান, সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর অভিভাবকদের কোনো অভিযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//