মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ গার্ল গাইডস্ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হলদে পাখী দীক্ষা প্রদান করা হয়েছে।
গতকাল (১৫নভেম্বর) মঙ্গলবার দুপুরের গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার শাখার আয়োজনে এবং শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় হলদে পাখী দীক্ষাদান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং বিজ্ঞ পাখি শেখ সেলিনা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সদর উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, সদর সহকারি উপজেলা শিক্ষা অফিসার রাজিব আহমদ।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্বাশতি দেব, সেলিনা আহমদ, শিক্ষক অপরাজিতা রায়,হেমপ্রভা সিংহা,প্রভাসিণী সিংহা প্রমুখ।
সদর উপজেলার ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮জন বিজ্ঞ পাখি ও ২৫২জন হলদে পাখী দীক্ষা গ্রহন করেন। অনুষ্ঠান শেষে ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//