Print Date & Time : 4 July 2025 Friday 11:13 pm

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে শহরের শমশেরনগর রোডের শাহমোস্তফা কলেজের সম্মুখ হতে শুরু করে কার্তিক চন্দ্র রোডে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে এক পথসভায় মাধ্যমে স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বক্তরা বলেন, মেরুদন্ডহীন নির্বাচন কমিশন কতৃক পাতানো নির্বাচন তুখোড় সমালোচনা করে বক্তব্য রাখেন।

উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলটি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি’র স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা আবু বক্কর তালুকদার আব্দুস শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক, আব্দুল হান্নান, আব্দুল মমিন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহ্বায়ক বৃন্দ।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য জাকির হাফেজ শাফিন শেখ আবেদ আব্দুল কাইয়ুম মহসিন, সদস্য রুহেল সহ বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//