Print Date & Time : 5 July 2025 Saturday 2:32 pm

মৌলভীবাজার নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসারের লক্ষ্যে নারীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নারী (বালিকাদের) ফুটবল প্রতিযোগিতা শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ৫ নং ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের নিয়ে গঠিত নতুন কুঁড়ি ফুটবল একাডেমির সহায়তায় বালিকারা এই ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় লাল দল ২-০ গোলের ব্যবধানে কমলা দলকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানর্সআপ দলকে ট্রফি ও মেডেল বিতরন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ, জেলা দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মনির হোসেন, সাজিম হোসেন ফুয়াদ, কালীঘাট ইউনিয়নের সদস্যবৃন্দ ও কালীঘাট ইউনিয়নের সর্বস্থরের জনসাধারন।

দৈনিক দেশতথ্য//এল//