Print Date & Time : 14 May 2025 Wednesday 1:52 am

মৌলভীবাজার পৌর জামায়াতে আমিরকে গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৌলভীবাজার পৌর জামায়াতে ইসলামীর আমির মো. তাজুল ইসলামকে ( ৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কুলাউড়া উপজেলার মাইজগাঁও গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

বুধবার রাতে পৌর শহরের প্রেসক্লাব মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/