Print Date & Time : 3 July 2025 Thursday 12:40 am

মৌলভীবাজার বাসচাপায় নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের সিলেট-মৌলভীবাজার সড়কে মিনিবাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিক্সা থেকে নামামাত্র দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হয় তার শিশু সন্তান।
নিহত রাহেলার গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছুনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে যায়। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//