Print Date & Time : 24 August 2025 Sunday 12:47 pm

মৌলভীবাজার সাঁতার প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজারে স্কুল পর্যায়ে ৭দিন ব্যাপী সাতার প্রশিক্ষন শুরু হয়েছে।
গতকাল (২৭ মার্চ) রবিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ০৭ দিনব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। সাঁতার প্রশিক্ষণে অনুর্ধ্ব-১৬ বছর বয়সের ৩০ জন বালক ও বালিকা প্রশিক্ষণ গ্রহণ করছে। বালকদের সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মিলন ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় পর্যায়ের সাঁতারু সুমি রানী ধর।
আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদ এর সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মিলন এর পরচালনায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপ্পান আলী। বিশেষ অতিথি ছিলেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য কাউছার আহমদ। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, কমল অধিকারী ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//